
বিশেষ প্রতিনিধি: সিলেটে জৈন্তাপুরে ইসলামী ওয়াজ মাহফিলে ন্যাক্কার জনক সশস্ত্র হামলায় ৩ জন মাদরাসা ছাত্র শহীদ ও অনেক মুসুল্লী আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেত্রকোনা জেলার ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ মানববন্ধন করেছে।
ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা নেত্রকোনা বড় মসজিদের সামনের সড়কে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা সভাপতি মাওলানা আবুল কাসেম ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আবু সায়েম খান, মাওঃ আব্দুল বারী, মাওঃ আসাদুর রহমান আকন্দ, মুফ্তি পিয়ার মাহমুদ, মাওঃ এমদাদুল হক, কারী আব্দুর রকিব, হাফেজ আবুল কাশেম, গাজী আব্দুর রহিম, মাওঃ আল আমীন সৈয়দপুরী, মাওঃ খালিদ সাইফুল্লাহ প্রমূখ।