
মো. আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সার্জেন্ট মো. আল-আমিন কে সাভার বাইপাল বিএনসিসি’র প্রশিক্ষণ একাডেমিতে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে ব্যাজ পড়িয়ে দেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমা-ার ল্যাফটেনেন্ট কর্ণেল এম খালেদ মাহমুদ তারেক ও ৫ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যডজুটেন্ট মেজর মো. আতাউল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫ বিএনসিসি ব্যাটালিয়নের আর এস এম সার্জেন্ট মো. আবুল কাশেম, বি এস এম সার্জেন্ট রেজাউল করিম রেজা, গৌরীপুর সরকারি কলেজ প্লাটুনের সামরিক প্রশিক্ষক কর্পোরাল অর্জুন সাহা, ৫ বিএনসিসি ব্যাটালিয়নের প্রশিক্ষক কর্পোরাল সাহিদুল ইসলাম, মনিন্দ্র, জাহিদ, মো. শাহ আলম প্রমুখ।
আল-আমিন ২০১৫ সালে গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে ক্যাডেট হিসাবে যোগদান করেন এবং ২০১৬-১৭ সাল পর্যন্ত ক্যাডেট ইনচার্জ (সার্জেন্ট) হিসাবে দায়িত্ব পালন করে আসছে। সে গৌরীপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র। আল-আমিন গৌরীপুর পৌর শহেরর গোলকপুর মহল্লার মৃত আমীর আলী ও মাজেদা খাতুনের পুত্র। সে সাত ভাই বোনের মাঝে সবার ছোট। এছাড়াও দেশ সেরা পাঠক সংগঠন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ গৌরীপুর উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তার এই পদোন্নতিতে বিএনসিসি গৌরীপুর সরকারি কলেজ প্লান্টুনের সাবেক সার্জেন্ট সাংবাদিক মো. রইছ উদ্দিন শুভেচ্ছা ও অভিননন্দ জানিয়েছেন।