
স্টাফ রির্পোটার: নেত্রকোনার হাওর উপজেলাগুলোকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার দাবীতে বুধবার নেত্রকোনা মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইইডি’র সহযোগিতায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে জনউদ্যোগের সদস্য সদস্যা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতঃষ্ফূত অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে সঠিক সময়ে টেকসহ বাঁধ নির্মাণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জন উদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ফেলো শ্যামলেন্দু পাল, নেত্রকোনা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ম, কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা সাংবাদিক সমিতির সহ-সভাপতি এ কে এম আব্দুল্লাহ, দৈনিক আলোকিত নেত্র পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান, নেত্রকোনা জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আলপনা বেগম, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, রুর্যাল জার্নাালিষ্ট ফোরামের সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস ও বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সজীব সরকার রতন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবছর হাওর অঞ্চলের বণ্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মানের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও গাফেলতি, পিআইসি কমিটির অনিয়ম ও দুর্নীতি কারণে সময়মত সঠিকভাবে বাঁধ নির্মাণ না করায় অকাল বন্যায় বাঁধ ভেঙ্গে হাওরাঞ্চলের কৃষকদের সারা বছরের একমাত্র ফসল পানিতে তলিয়ে বিনষ্ট হয়। নেতৃবৃন্দ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কঠোর মনিটরিং জোরদার করার আহবান জানান।