প্রতিটি ঘরকে লাইব্রেরীতে রূপান্তর করতে হবে —অধ্যাপক যতীন সরকার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মঙ্গলবার বিকালে তিনদিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। জেলা প্রশাসন আয়োজিত মেলা প্রাঙ্গণে বিকালে সাড়ে ৪ টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ যতীন সরকার। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা সরকারী কলেজের অধ্যক্ষ ড. আবুল কালাম আযাদ, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উদীচী শিল্পীগোষ্ঠির সভাপতি মোজাম্মেল হক বাচ্চুসহ রাজনৈতিক ও সামজিক ব্যাক্তিবগ। এর আগে মেলার স্টল পরিদর্শন করেন উদ্বোধক এবং অতিথি বৃন্দ।
এবারের বই মেলায় বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠিান ছাড়াও শহরের স্বনামধন্য লাইব্রেরী সহ সামজিক সংগঠন মিলিয়ে মোট ৬০ টি ষ্টল অংশ নেয়। মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
আলোচনায় শিক্ষাবিদ যতীন সরকার বই মেলার তাৎপর্য তুলে ধরে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আগে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর সেজন্য ঘরে ঘরে বই পৌঁছাতে হবে। প্রতিটি ঘরকে লাইব্রেরীতে রূপান্তর করতে হবে। এটা সমাজের সকলের দ্বায়িত্ব। প্রথম দ্বায়িত্ব হচ্ছে পরিবারের। প্রতিটি পরিবার নিজ নিজ শিশুদের বই পড়ার প্রতি আগ্রহী করার চেষ্টা করতে হবে। তাহলেই সুন্দর সমাজ বিনির্মানে আগামী প্রজন্ম গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।