পূর্বধলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

স্টাফ রির্পোটারধ: “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে, নেত্রকোনার পূর্বধলায় ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিপ্রিয়াডের উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে’র সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার অবদান ভবিষ্যৎ প্রজন্ম কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। তাঁর নেতৃত্বেই ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুসনে আরা বেগম লুৎফা, অধ্যাপক গোলাম মোস্তফা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।