খালিয়াজুরীতে দুইশো শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

খালিয়াজুরী প্রতিনিধি: জেলার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের মাঠে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছানোয়ারুজ্জামান জোসেফের সভাপতিত্বে এই স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, প্রেস ক্লাব সম্পাদক স্বাগত সরকার শুভ, শিক্ষকগণ, ইউপি সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের ষষ্ঠ ও সপ্তর শ্রেণির ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অত্র বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষকের দাবীর প্রেক্ষিতে এই ধারা অব্যাহত থাকবে বলেও খালিয়াজুরী সদর ইউপি চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে চলমান জেএসসি এসএসসি মেধাবী শিক্ষার্থীদের ভাল ফলাফলের ভিত্তিতে পুরস্কারসহ বার্ষিক পরীক্ষায় শ্রেণি ওয়ারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকেও পুরস্কারের আওতায় নিয়ে আসার ঘোষনা দেওয়া হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।