
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ১০পিস ইয়াবা ও ১১ গ্রাম হেরোইনসহ রতন মন্ডল (৩৫), আল-আমিন (২২) ও নিজাম উদ্দিন (২৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বালুঘাটা ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রতন মন্ডল উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে, আল-আমিন একই গ্রামের মৃত মরম আলীর ছেলে ও নিজাম উদ্দিন উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা গ্রামের জলু মেস্তরীর ছেলে।
পূর্বধলা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আটককৃত রতন মন্ডল দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মানিকুল ইসলাম, এএসআই আছাদুজ্জামান ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই তিন ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।