পূর্বধলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সোমবার ২০১৭ সালে অনুষ্ঠিত জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধিতরা হলেন, উপজেলার হোগলা ইউনিয়নের হোগলা উচ্চ বিদ্যালয়, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়, পানিশা উচ্চ বিদ্যালয়,পাটরা উচ্চ বিদ্যালয়, হাটখলা মডেল উচ্চ বিদ্যালয় ও ডোলকর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এর উদ্যোগে উপজেলার সাধুপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাজ সেবক ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন তালুকদার এ সংবর্ধনার আয়োজন করেন।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার কাজলা গ্রামের সমাজ সেবক ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা,উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও প্রভাষক চিত্রা খানম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোতালিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন খান, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, ছাত্রলীগ নেতা সোলাইমান হোসেন হাসিব, কৃতি শিক্ষার্থী মাসুমা খানম প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।