
নাটোর প্রতিনিধি : নাটোরে গত রবিবার রাতে আকস্মিক ঝড় আর ঝিলা বৃষ্টিতে আম ও লিচুর মুকুলের ঝরে যাওয়া সহ ফসলের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছন্ন রয়েছে রাত থেকে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। তবে কৃষি বিভাগের দাবী শিলা বৃষ্টিতে কৃষকদের তেমন কোন ক্ষতি হবে না।
গত রবিবার রাত একটার দিকে হঠাৎ করেই শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। এরপরই এর সাথে যোগ হয় দমকা হাওয়া আর শিলা বৃষ্টি। হঠাৎ এমন ঝড় হাওয়ায় বড় ধরনের লোকসান গুনতে হবে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষকরা। বৃষ্টিপাতে উঠতি ফসল মোটরশুটিতে পোকার আক্রমনে লোকসানের পাশাপাশি গম পড়ে যাওয়ায় দানা না হয়ে ফলন বিপর্যয়ের আশংকা কৃষকদের। এছাড়াও বিভিন্ন এলাকায় ঝড়ে আধা পাকা ও কাচা ঘরের চাল উড়ে গিয়েও অনেকের ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবে এসব বিষয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ক্ষয় ক্ষতির পরিমাণ এখন নিরুপন করা সম্ভব হয়নি। তবে কিছু ফসলের ক্ষতি হলেও পেঁয়াজ রসুন ভুট্টাসহ বেশিরভাগ ফসলের উপকার হবে।