সঠিক সময়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিশ্চয়তার প্রতিবাদে কৃষক সমাবেশ

খালিয়াজুরী প্রতিনিধি: জেলার খালিয়াজুরী উপজেলায় হাওর রক্ষা বেড়ী বাঁধ নির্মান ও মেরামতের এগার কোটি টাকা বরাদ্দে ৪৫ টি প্রকল্পের ৬৯ টি হাওরের ফসল রক্ষা বেড়ী বাঁধের কাজ শেষ না হওয়ায় কৃষকরা বিক্ষুদ্ধ। সরকারে নির্ধারিত সময়ে হাওর রক্ষা বেড়ী বাঁধের কাজ সমাপ্ত করার দাবীতে দফায় দফায় মানব বন্ধন ও কৃষক সমাবেশ করেছে হাওরবাসি। এর ধারাবাহিকতায় সোমবার বেলা ১২ টার দিকে খালিয়াজুরী থানা মসজিদ মার্কেটে বাংলাদেশ কৃষক সমিতির খালিয়াজুরী শাখা, হাওর উন্নয়ন পরিষদ ও নগরের নাগরিক নৈপূন্য যৌথভাবে এ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক সমিতির সিনিয়র সহ সভাপতি প্রণব চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার কৃষক সমিতির সভাপতি খন্দকার আনিসুর রহমান, জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি তপন বাঙ্গালী, নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজিত বরণ সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, নেত্রকোণা জেলার হাওর উন্নয়ন পরিষদের সভাপতি স্বাগত সরকার শুভ, নগর নাগরিক নৈপূন্যের আহ্বায়ক প্রনজিত সরকার সেবক প্রমূখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন হাওর রক্ষা বেড়ী বাঁধে অবাস্তব প্রাক্কলণ, অপরিকল্পিত বেড়ী বাঁধ, কমিটি গঠনে স্বজনপ্রীতি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ ও ভ’য়া প্রকল্প দেখিয়ে টাকা বেড়ী বাঁধের টাকা লুটপাটের আয়োজন চলছে। সরকারের নির্ধারিত সময় ফেব্রুয়ারী মাস চলে গেলেও বাঁধ নির্মান কাজ শেষ করতে পারেনি পিআইসিরা। কাজ শেষ হতে হতে আবারও পানি চলে আসলে ফসল হারাবে গরীব কৃষকরা। নেত্রকোণা জেলার হাওর উন্নয়ন পরিষদের সভাপতি স্বাগত সরকার শুভ বলেন ফেব্রুয়ারীর ২৮ তারিখ বেড়ী বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৫০% কাজ শেষ করতে পারেনি পিআইসিগণ তাই আমাদের এ সমাবেশ। উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল-মামুন বলেন বেশ কয়েকটি বাঁধের কাজ প্রায় শেষ বাকীগুলোর কাজ নির্দ্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবদ ব্যক্ত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।