নেত্রকোনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

বিশেষ প্রতিনিধি: খেলাধূলায় মনোনিবেশ মাদক মুক্ত বাংলাদেশ” এ স্লোগানে তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ-১৬ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের জে,এন,সি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে প্রধান অতিথি হিসেবে ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া অফিসার মোঃ আব্দুল বারী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু তাহের,স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,জে,এন,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এজাহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফুটবল প্রশিক্ষণে আব্দুল আওয়ালের তত্বাবধানে মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।