
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহম্মেদ নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বৃহস্পতিবার নেত্রকোনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মেজবাজ উদ্দিন আহম্মেদ কে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়। পুলিশ সুপার জয়দেব চৌধুরী তাঁর হাতে ক্রেষ্ট তুলে দেন। এ সময় নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিউল ইসলাম সহ নেত্রকোনা জেলার উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।