নেত্রকোনায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

বিশেষ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কর্তৃক সকল সরকারী বেসরকারী পর্যায়ে গৃহীত বিভিন্ন ই- সেবা সম্পর্কে জনগন তথা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরার লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে পুরাতন কালেক্টরেট ভবন উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয়।
জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন প্রমূখ। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান জানান,মেলায় ৫টি প্যাভিলিয়নে ৬০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এ সব স্টল থেকে সরকারী দপ্তর, সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, ডিজিটাল সেন্টার, ই-পোস্ট সেন্টার, তরুণ উদ্ভাবক কর্তৃক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের স্ব-স্ব কার্যক্রম মেলায় আগত দর্শকদের সামনে তুলে ধরবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।