
কেন্দুয়া প্রতিনিধি: কেন্দুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে শুক্রবার দিনব্যাপী ইংরেজি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে আসা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (ইডিএ) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন, কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ। এ সময় ইডিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর্মশালার প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এএনএম হামিদুর রহমান, ন্যাপ ময়মনসিংহের ইংরেজি বিশেষজ্ঞ নজরুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার গোলাম রব্বানী, স্ক্যান সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আবেদ সাহের, শিক্ষক নেতা জাকির আলম, আজহারুল ইসলাম বিপ্লব, মনিরুল ইসলাম খান কাজল প্রমুখ। পরে দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত শিক্ষকদেরকে ইংরেজি বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ।