ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

দেলোয়ার হোসেন ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার  সকাল সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জয়পুর পেট্রোলপাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা  ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জয়পুর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ভৈরবগামী একটি বাসটি বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের এক নারী যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে আহত অবস্থা এক নারী ও পুরুষকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন, অপর এক জন মমকে মারা।

 ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।