
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দার খারনৈ ইউনিয়নের উত্তররানীগাঁও নয়াপাড়া গ্রামে মমতাজ বেগম ওরফে জয়বানুকে হত্যার অভিযোগে স্বামী মো.শহীদ মিয়ার (৪৬) বিরুদ্ধে নিহতের ছেলে মো. সোহেল মিয়া বাদী হয়ে বুধবার রাতে কলমাকান্দা থানায় হত্যা মামলা হয়েছে।
মামলায় বাদির বাবা মো. শহীদ মিয়া, খালা রোমেলা বেগমের নাম উল্লেখ ও অজ্ঞাত সংখ্যক আসামি করে এই মামলা করেন। পুলিশ রোমেলা বেগমকে (৪২) গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে।
মামলার বাদী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দার উত্তররানীগাঁও নয়াপাড়া গ্রামের মোঃ শহীদ মিয়ার সাথে স্ত্রী মমতাজ বেগমের বড় বোন বিধবা রোমেলা বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। বিষয়টি জানতে পেরে মমতাজ বেগম বাধা দেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া হত । পরকীয়ার কারণে মমতাজ বেগমকে প্রায়ই মারধর করতেন তার স্বামী শহীদ মিয়া। মামলার বিবরণে বলা হয়, এক পর্যায়ে মমতাজ বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে বুধবার (২১ ফেব্রুয়ারী) লাশ বাড়ির পাশে পুকুরের পানিতে ফেলে দেয়।
এ ঘটনায় নিহতের ছেলে সোহেল মিয়া বাদী হয়ে বাবার শহীদ মিয়ার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ এনে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে নিহতের বোন রোমেলা বেগমকে বুধবার নিজ বাড়ি থেকে আটক করে।
কলমাকান্দা থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত থাকা সন্দেহে রোমেলা বেগমকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।