
ময়মনসিংহ অফিস: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান একুশের প্রথম প্রহরে টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পণ ও সকল ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানায় সমকাল সুহৃদ উপদেষ্টা মীর গোলাম মোস্তফা নেতৃত্বে সকাল ৬ টা ১ মিনিটে আনন্দ মোহন কলেজ চত্বর থেকে প্রভাত ফেরিতে যোগদান করেন সমকাল ময়মনসিংহ ব্যুরোর স্টাফ রিপোর্টার ও সুহৃদ উপদেষ্টা মীর গোলাম মোস্তফা, সুহৃদ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ আরাফাত মির্জা, সাংগঠনিক সম্পাদক সাকির আহমেদ মহসিন, আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সাদ্দাম হসেন, সুহৃদ শামীমাতুস সাবাহ মুগ্ধ, ইবনুল ইসলাম ভুঁইয়া, আল আমীন, হাদিউর রহমান, জিহাদ তালুকদার, এখলাছুর রহমান, রুহুল আমীন, মারুফ ইসলাম প্রমুখ। সুহৃদ সদস্যরা পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি শহীদ মিনারে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন ময়মনসিংহস্থ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মোট চারটি বিভাগে বিভক্ত করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক বিভাগে ৭৫ জন, খ বিভাগে ৪২ জন, গ বিভাগে ৩৮ জন এবং ঘ বিভাগে ২৭ জনসহ মোট ১৮২ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রহশালার জাদুঘর ব্যবস্থাপক জনাব মুকুল দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান এবং শিল্পী বাদল চত্রবর্ত্তী।