ময়মনসিংহে মহান একুশ উদযাপিত

ময়মনসিংহ ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান একুশের প্রথম প্রহরে টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পণ করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ফাতেমা জোহরা রানী এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, মুক্তিযোদ্ধ সংসদ জেলা ইউনিট কমান্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জাকির হোসেন, জাতীয় পার্টি, জাসদ, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও পূষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।
ময়মনসিংহ সমকাল সুহৃদ সমাবেশ শহীদ মিনারে পুপস্তবক অর্পণের মধ্যমে সকল ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।