বারহাট্টায় ৩ দিন ব্যাপী বই মেলা শুরু

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনা বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার অডিটরিয়াম হল রুমে তিন দিন ব্যাপী বই মেলা উদ্বোধন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। ইউএনও ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, অবসর প্রাপ্ত ডিএডি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, ওসি মেজবাজ উদ্দিন আহমেদ, বারহাট্টা সিকেপি প্ইালট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার প্রমুখ। মেলায় ১৬টি স্টল অংশ গ্রহণ করেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।