
বিশেষ প্রতিনিধি: মহান একুশে ফেব্রয়ারী এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনায় স্কুল পর্যায়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব ভবনে মঙ্গলবার দুপুরে ক বিভাগে ১ম শ্রেনী থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত চিত্রাংকন,খ বিভাগে ৪র্থ ও ৫ম শ্রেনীর প্রতিযোগীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক বিভাগে ৬ষ্ট ও ৭ম শ্রেনী,খ বিভাগে ৮ম ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীসহ প্রতিযোগীতায় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগীতা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান। এ সময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক এম,ফকরুল হক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস, জেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লিটন ধর গুপ্ত,বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন প্রমূখ।