দেশের মানুষ আগামী হাজার বছরেও নেত্রকোনাকে ভুলতে পারবে না- ভিপি লিটন

বিশেষ প্রতিনিধি: “ দেশের মানুষ আগামী এক হাজার বছরেও নেত্রকোনাকে ভুলতে পারবে না, শেখ হাসিনা নেত্রকোনাকে যে উপহার দিয়েছেন, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্টা করে; ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে নেত্রকোনার পাঁচটি আসন শেখ হাসিনাকে দিতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করুন। তৃণমূলের মানুষকেই বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তৃণমূলের নেতাকর্মীদের কাছে তাঁর বার্তা পৌঁছে দিচ্ছি। দল যাকে মনোনয়ন দেবে তাকেই ভোট দিয়ে বিজয়ী করতে হবে। গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড,ইউনিয়ন উপজেলা, জেলা সবখানে নৌকা পক্ষে শ্লোগান তোলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ঐক্যবদ্ধ থেকে আবারো নৌকায় ভোট দিতে হবে। মঙ্গলবার তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে নিজ বাড়িতে এক মতবিনিময় সভায় নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী মোঃ শামছুর রহমান (ভিপি লিটন) এসব কথা বলেন। এসময় তিনি জানান, নেত্রকোনা-বারহাট্টার পাঁচটি ইউনিয়নের পঁয়তাল্লিশটি ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার মেদনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে র্তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক সামছুর রহমান লিটন দলীয় নেতাকর্মীদের সাথে মঙ্গলবার দুপুরে মৌগাতী ইউনিয়নের মনকান্দিয়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় এই সভা করেন।
সভায় বক্তব্য রাখেন- সামছুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা মো. রুক্কু মিয়া, মো. আবদুল গফুর, মো. আজম খা, মো. মঞ্জুরুল হক, আবদুর রশিদ, মো. দৌলত মিয়া মো. হাফলু মিয়া, মো. লাল মিয়া, কাছম আলী, মো. ইসলাম উদ্দিন, মো. লাল চান, মো. আবদুল হেকিম, মাদব চন্দ্র পাল, মো. জুলহাস মিয়া, মো. সঞ্জু মিয়া, মো. কামাল উদ্দিন, মো. মাসুম মিয়া, মো. নূর ইসলাম প্রমুখ। সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।