কেন্দুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

কেন্দুয়া প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুসহ প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বুধবার সকালে শহীদ মিনার প্রাঙ্গনে প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, সাবেক অধ্যক্ষ রণেন সরকার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম প্রমুখ।
এ সময় আলোচনার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন, ঝংকার শিল্পীগোষ্ঠীর প্রশিক্ষক সুসেন সাহা রায়, শিশুশিল্পী নূরুল ইসলাম জনি, রাজেশ সরকার ও সিঁথিসহ অন্যরা। নাট্য সংলাপ পরিবেশন করেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি পালা নাট্যকার-সাংবাদিক রাখাল বিশ্বাস। ছড়া-কবিতা পাঠ করেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নামিরা হক দৃষ্টিসহ অন্যরা। পরে দুপুরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।