কেন্দুয়ায় প্রয়াত শ্রমিকলীগ নেতা স্মরণে মিলাদ ও দোয়া

কেন্দুয়া প্রতিনিধি: ঢাকা মহানগর (উত্তর) জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক ও তিতাস গ্যাস কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রয়াত এনামুল হক ভূঞা স্মরণে বুধবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াতের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামে পরিবারের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনামুল হক ভূঞা স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গত ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে ঢাকার নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।