
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামের শহীদ মিয়ার স্ত্রী বাড়ির পাশের একটি ডোবা থেকে মমতাজ বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের ডুবায় গৃহবধু মমতাজ বেগমের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে দুপুরের দিকে ডুবা থেকে লাশ উদ্ধার করে। মমতাজ বেগমের ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান, বাড়ির পাশের ডোবায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে এর কোন কারণ জানা যয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।