মোহনগঞ্জ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্ট সোমবার মেধাবী ২০জন শিক্ষর্থীকে বৃত্তি প্রদান করেছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন।
ট্রাস্ট সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা, সাবেক উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান জাকিয়া সুলতানা,মোহনগঞ্জ সাধারণ পাঠাগার সহ সভাপতি সুলতান আহমেদ, নাজিম উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সমির উদ্দিন মাস্টার, প্রেস ক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, মোহনগঞ্জ সাধারণ পাঠাগার সাধারণ সম্পাদক সৈয়দ ইউছুফ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসহাব উদ্দিন খোকন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।