দুর্গাপুরে গারো ব্যাপ্টিষ্ট কনভেনশনের ১২৭তম বার্ষিক সম্মিলনী সমাপ্ত

দুর্গাপুর প্রতিনিধি: জেলার দুর্গাপুর বিরিশিরি গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন(জিবিসি) প্রাঙ্গনে ৫দিন ব্যাপি ১২৭তম বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে রবিবার গভীর রাতে।
এই সভার মূল সূর ‘‘ ঈশ্বরের সহিত গমনাগমন’’ মূল বচনঃ ‘‘হে মনুষ্য যাহা ভাল, তাহা তিনি তোমাকেই জানাইয়াছেন, বস্তÍতঃ ন্যায্য আচরন,দয়ায় অনুরাগ ও ন¤্রভাবে তোমার ঈশ^রের সহিত গমনাগমন, ইহা ব্যাতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন ? এই বিষয়াগুলি সামনে রেখে সমাপনী অনুষ্টানের সভাপতিত্ব করেন জিবিসি এর ভারপ্রাপ্ত সভাপতি পাঃ স্টিফান আশীষ রেমা। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ -১ আসনের সাংসদ জুয়েল আরেং। ৫দিন ব্যাপি এই বড় সভার আনুষ্টানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। এই সম্মেলন গারো ব্যাপ্টিষ্টদের একমাত্র ঐতিহ্যবাহী বড় সভা। রেজিষ্টার্ড ধর্মীয় সংগঠন হিসেবে, সাংগঠনিক কাঠামোগত বিধিমালা অনুসারে একটি মাত্র গারো খ্রীষ্ট সংগঠন হিসেবে বার্ষিক সাধারণ সম্মেলনে প্রায় চার হাজার গারো ব্যাপ্টিষ্ট খ্রীষ্ট ভক্তদের উপস্থিতিতে সম্পন্ন হল। এখানে ধমীর্য় আলোচনা ছাড়াও সাংগঠনিক বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনের সভা হিসেবে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত সমূহ বর্তমান জিবিসি এর ভারপ্রাপ্ত সভাপতি পাঃ স্টিফান আশীষ রেমা তার সমাপনী বক্তেব্যে তুলে বলেন যে, সংগঠনের জেনারেল সেক্রেটারী রেভা লিটন ম্রুংকে সাংগঠনিক বিশৃ্খংলার কারনে গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিস্কার করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।