ময়মনসিংহে খালেদার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান

ময়মনসিংহ অফিস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে গণস্বাক্ষর অভিযান কর্মসুচী পালন করছে বিএনপি। শনিবার গঙ্গাদাস গুহ রোডে স্বেচ্ছাসেবকদলের কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসুচীতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জেলা সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, মহানগর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শাহিদুল আমিন খসরু, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।