
ময়মনসিংহ অফিস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে গণস্বাক্ষর অভিযান কর্মসুচী পালন করছে বিএনপি। শনিবার গঙ্গাদাস গুহ রোডে স্বেচ্ছাসেবকদলের কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসুচীতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জেলা সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, মহানগর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শাহিদুল আমিন খসরু, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।