নেত্রকোনা ব্লাডব্যাংকের পঞ্চম বর্ষ পূর্তি উৎসব

বিশেষ প্রতিনিধি: ‘জরুরি রক্তের প্রয়োজনে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা’ এই শ্লোগান নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনা ব্লাডব্যাংকের পঞ্চম বর্ষ পূর্তি উৎসব হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সংগঠনটির সভাপতি শাহিনুর রহমান খান আপনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সংস্কৃতিকর্মী জাকির হোসেন খান, ইমরান খান, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির সাধারণ সম্পাদক শিশির হোসাইন প্রমুখ।

বেলা ১২টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার প্রদান, বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, স্বেচ্ছায় রক্তপ্রদানকারীর নাম ঠিকানা ও রক্তের গ্রুপ ইত্যাদি সমন্ধীয় একটি অ্যাপস উদ্বোধন শেষে সন্ধ্যায় মানবতার গান পরিবেশিত হয়। সংগঠনটির সভাপতি শাহিনুর রহমান খান জানান, ‘পাঁচ বছর আগে জেলা শহরের বেশ কয়েকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিলে তাঁরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে তাঁদের সদস্য সংখ্যা দুই হাজারের ওপরে। জরুরি রক্তের প্রয়োজনে সম্পূর্ণ নিজ খরচে সংগঠনের সদস্যরা এই পর্যন্ত প্রায় ১০ হাজার রোগীদের পাশে দাঁড়িয়েছেন।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।