গফরগাঁয়ে জেলা পরিষদের নির্মাণাধীন ভবন ধসে নিহত ১

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের জেলা পরিষদের নির্মাণাধীন মিলনায়তনের ছাদ ধসে শুক্রবার সকালে মো. জাহান মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  এতে আহত হয়েছেন আরও ১৫ জন। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় আট জনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত জাহান মিয়া নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাদ ধসের ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য  চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ জানান, ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে গফরগাঁওয়ে ডাকবাংলোর সামনে ৫০০ আসনের একটি মিলনায়তন নির্মাণ কাজ চলছিল। সকালে ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন শ্রমিক আহত হন। দুর্ঘটনায় আরও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আহত শ্রমিকরা জানান, এখনও তাদের দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে তারা চাপা পড়ে আছেন বলে শ্রমিকরা ধারণা করছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।