বই মেলায় কবি তানভীর জাহান চৌধুরীর কাব্যগ্রন্থ ‘ভালোবাসার প্রতিশোধ ভালোবাসাই নেবে’ বইয়ের পাঠ উন্মোচন

এ কে এম আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার : একুশের বই মেলায় গতকাল বিকালে সোহরাওয়ার্দী উদ্যোনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে পাঠ উন্মোচিত হয়েছে বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক প্রয়াত খালেকদাদ চৌধুরীর নাতি নতুন প্রজন্মের সাড়া জাগানো কবি তানভীর জাহান চৌধুরীর জনপ্রিয় কাব্য গ্রন্থ ‘ভালোবাসার প্রতিশোধ ভালোবাসাই নেবে’। পাঠ উন্মোচন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের স্ট্রাস্টি বিশিষ্ট চিন্তাবিদ ডাঃ জাফরউল্লাহ্ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান, অনশীলন সাহিত্য পরিষদের সভাপতি, কবি এ বি এম সোহেল রশীদ, কবি ও সংগঠক আনোয়ার মজিদ। তারা বইটির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বইটিতে দ্রোহ, প্রেম, বিরহ ও প্রকৃতির অপূর্ব ছূঁয়া পরিলক্ষিত হয়েছে। বইটি তরুণ পাঠকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। ইতিমধ্যেই বইটি ৪ শতাধিক কপি বিক্রি হয়ে গেছে। এর মধ্যে নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসবে একদিনেই ২৬১ কপি বিক্রি হয়েছে। যা তরুন কবিদের বই বিক্রির ক্ষেত্রে এটি একটি অনন্য রেকর্ড বলে জানান প্রকাশক। পরে একই মঞ্চে পাঠ উন্মোচিত হয় নেত্রকোনা সরকারী কলেজের বাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রফেসর ননী গোপাল সরকারের কাব্য গ্রন্থ ‘মন গহীনের খেলা’ ও কবি শাহ্নাজ পারভীনের কাব্যগ্রন্থ ‘নিশিকাব্য’।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।