
আলী আকবর সাজু, ভালুকা প্রতিনিধি: ভালুকায় মঙ্গলবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে এস এসসি পরীক্ষা কেন্দ্রের বাহিরে মোবাইলে পদার্থ বিজ্ঞান ‘ক’ ও ‘খ’ সেট প্রশ্ন ও উত্তরপত্র সহ শ্রীপুর উপজেলার আবদার গ্রামের আবদুস ছালামের পুত্র সবুজ মিয়া, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাহিরে উপজেলার সাতেঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মিনারা খাতুন (৩৫), ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের শামছুল হুদার স্ত্রী জাকিয়া সুলতানা (৩৭) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রামেশ^রপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মনোয়ার হোসেন (২১) কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আটককৃতরা কেন্দ্রের বাহিরে ঘুরাফেরা করার সময় সন্দেহ হলে মোবাইল সেটে প্রশ্নপত্র সহ তাদেরকে আটক করা হয়।