
ময়মনসিংহ অফিসঃ ময়মনসিংহে শুরু হয়েছে মাসব্যপি শিল্প ও বাণিজ্য মেলা। পুষ্পফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো.খলিলুর রহমান।
সোমবার বিকালে কাচারী ঘাট বালু চরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর আয়োজনে সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম, মহানগর সভাপতি এহতেশামুল আলম, পৌর মেয়র ইকরামুল হক টিটু , জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আয়োজক তাইজুল আলম তারা ও ব্যবসায়ী শংকর সাহা প্রমুখ।পরে অতিথিরা মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।