
বিশেষ প্রতিনিধি: ভাটি বাংলার কৃতি সন্তান সাজ্জাদুল হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে পদায়ন হওয়ায় নেত্রকোনা পৌরসভার উদ্যোগে সোমবার বিকেল ৩টায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান ্এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমান, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক এড. আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান,অতিরিক্তি পুলিশ সুপার এসএম আশরাফুল আলম,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম, লোক গবেষক গোলাম এরশাদুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জামিউল ইসলাম খান জামি, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মুর্শেদ খান অমি প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পৌর সভার কর্মকর্তা/কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানকে নেত্রকোনা পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।