
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড ও পরিকল্পনা নিয়ে সোমবার বেলা ১২টার দিকে শহরের নাগড়া এলাকায় জেলা পরিষদের আয়োজনে কার্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সাজ্জাদুল হাসান। জেলা পরিষদের চেয়ার প্রশান্ত কুমার রায় এতে সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী সাইফুল্লাহ এমরান।
সভায় অবহেলিত নেত্রকোনার নানাবিদ সমস্যার কথা তুলে ধরে নেত্রকোনার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মতিয়র রহমান খান, জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মোঃ সামছুজ্জোহা, প্রবীন চিকিৎসক ডাঃ এম এ হামিদ খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার, অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রেহানা সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাবেক সহ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, মিতালী সংঘের সাবেক সম্পাদক এ টি এম এ রাজ্জাক ও প্রধান শিক্ষক হাবিবা রহমান শেফালী, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি সকলের মতামত ধৈর্য সহকারে শুনেন এবং নেত্রকোনার সার্বিক উন্নয়নে যা যা করণীয় তার পক্ষ থেকে তা করার আশ্বাস প্রদান করেন।