
স্টাফ রির্পোটার: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে নেত্রকোনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীর পালন করেছে জেলা বিএনপি ও এর অংঙ্গ সহযোগী সংগঠন।
কর্মসূচী উপলক্ষে সোমবার সকাল ৯ টায় শহরের কুরপাড় সড়কে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দলীয় চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী,পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ,জহিরুল ইসলাম,রুবেল সহ অন্যরা। মানববন্ধন কর্মসূচীতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।