
বিশেষ প্রতিনিধি : দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।
সোমবার বিকেলের দিকে জেলা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিনের নেতৃত্বে মানববন্ধন হয়।
মানববন্ধনের বক্তব্যে আরিফা জেসমিন বলেন, জাল নথির মাধ্যমে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। অতএব জনগণ এ রায় মেনে নেননি আর মানবেও না। মানববন্ধনে অংশ নেন, জেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক রেহেনা, হাফিজা, মাহমুদা, পারভীন মনোয়ারা হামিদ ও নাসিমা আক্তার প্রমূখ।
একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে মানববন্ধনটি ছত্রভঙ্গ করে দেন।