
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামে প্রতিপক্ষের চুরিকাঘাতে আইন উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। এসময় মাসুম নামে আরেক যুবক আহত হয়েছে। গুরুতর আহত মাসুমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের রিটন মিয়ার চায়ের দোকানে টেলিভিশন দেখে রাত দেড়টার দিকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার বুকে চুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় সাত্তার নামে একজনকে আটক করেছে পুলিশ।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত আলী জানান, চায়ের দোকানে টিভি দেখা নিয়ে দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়।এঘটনায় কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে বলেও জানান তিনি।