
তোফাইল ইসলাম শাহীন: ভাটি বাংলার কৃতি সন্তান সাজ্জাদুল হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে পদায়ন হওয়ায় নেত্রকোনায় নাগরিক সংবর্ধনা দেয়া হবে আজ।
নেত্রকোনা জেলা পরিষদ উদ্যোগে সকাল ১১টায় এবং নেত্রকোনা পৌরসভার উদ্যোগে বিকেল ৩টায় আজ সোমবার এ নাগরিক সংবর্ধনা দেয়া হবে। জেলা পরিষদে নাগরিক সংবধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।
এদিকে পৌরসভায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমান,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এছাড়াও নেত্রকোনার মোহনগঞ্জের আলী উছমান শিশু পার্কে সন্ধ্যা ছয়টায় সুধী সমাজ ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই কৃতি সন্তানকে গণ সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।