
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ছোয়াব আলীকে মৃত্যুদন্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা’র আদালত।
মামলার বিবরণে জানাযায়, পারিবারিক কলহে ২০১৬ সালের ২৬ এপ্রিল নেত্রকোনার সদর উপজেলার দরুণ বালি গ্রামের ছোয়াব আলী চার মাসের গর্ভবর্তী স্ত্রী শিল্পী আক্তার (৩২) কে শ্বাসরোধ করে হত্যা করে। এঘটনার নিহত শিল্পির ভাই স্বপন মিয়া বাদি হয়ে নেত্রকোনা সদর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ একই বছরের ২৫ জুলাই আদালতে চার্জসীট দাখিল করে।
আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামী উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন পিপি এড সাইফুল ইসলাম। আসামী পক্ষে ছিলেন এড. মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।