
বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় জেলা মহিলা মহিলাদলের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিনসহ মহিলা দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
সকাল ১১ টায় শহরের মোক্তারপাড়াস্থ মহিলা দলের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফা জেসমিন নাহীনের নেতৃত্বে। পরে মিছিলে পুলিশ বাধাঁ দেয়, বাধা উপক্ষো করে মিছিল করতে চাইলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক হাফিজা ইসলাম, যুগ্ন আহবায়ক পারভিন আক্তার,মাহমুদা আক্তার, রেহানা তালুকদারসহ মহিলা দলের ৫ নেত্রীকে আটক করে পুলিশ।