
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৫শতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার কেন্দুয়া থার এসআই আবুল বাশার বাদী হয়ে পুলিশের উপর হামলার অভিযোগ এনে একটি, এসআই নূরুল আমিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি ও নাশকতার অভিযোগে অপর আরেকটি মামলা দায়ের করেন।
জানা গেছে, বৃহস্পতিবার আদালত থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার পর কেন্দুয়া-চিরাং সড়কের বাট্টা কাচারী নামক স্থানে বিএনপি নেতা-কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১ রাউন্ড রাবার বুলেট ও ১১ রাউন্ড টিয়ারশেল ছুড়ে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পুলিশ এসল্ট মামলায় ১৪৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামী করা হয়েছে এবং দ্রুতবিচার আইনে ও নাশকতার অন্য দুইটি মামলার প্রত্যেকটিতে ৫২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জন করে আসামী করা হয়েছে। এসব মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।