
কলমাকান্দা প্রতিনিধি : কলমাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে বিএনপি’র সভাপতিসহ ৪ জনকে আটক করেছে।
আটকৃতরা হলেন- লেংগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল হক, যুবদলের সহ- সভাপতি মো. আব্দুল কাদির, নাজিরপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য মো. সিদ্দিকুর রহমান ও সাজাপ্রাপ্ত পলাতক আসাসী লেংগুরা ইউনিয়নের গোড়াগাঁও গ্রামের আল আমিন।
এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনর্চাজ (ওসি) একেএম মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন – আটকৃতদের বিশেষ ক্ষমতায় ও বিস্ফোরক ২টি মামলায় আটক দেখিয়ে শুক্রবার বিকেলে নেএকোনা বিঞ্জ আদালতে সোর্পদ করা হয়েছে।