
কেন্দুয়া প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দেওয়ার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপি নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের ধাওয়া করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৩৪ রাউন্ড ফাঁকাগুলি (রাবার বুলেট) ছুড়ে। এক পর্যায়ে বিএনপি নেতা-কর্মীরাও পুলিশের উপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তবে আহত পুলিশ সদস্য ও আটকদের নাম জানা যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার আদালতে রায় ঘোষণার পর বিকেল ৩টার দিকে উপজেলার চিরাং সড়কের বাট্টা কাচারী মোড় নামক স্থানে রাস্তা অবরোধ করে রায়ের প্রতিবাদ জানায় বিএনপি নেতা-কর্মীরা। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর ভূঞা ও উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকেই মাঠে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মনোনয়ন প্রত্যাশী সামসুল কবীর খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল ও সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞাসহ দলীয় নেতা-কর্মীরা।
এ ব্যাপারে কেন্দুয়া সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার এসব তথ্যের সত্যতা স্বীকার করে জানান, বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য কিছুটা আহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।