নেত্রকোনায় বিএনপির ২৩ নেতাকর্মী আটক

বিশেষ প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে সারা দেশের ন্যায় নেত্রকোনায় ধরপাকড় শুরু হয়েছে। গত সোমবার রাতে পুলিশ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের বাসা বাড়ীতে অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে আটক করেছে। গ্রেফতার এড়াতে বিএনপির নেতাকর্মীরা বাসা বাড়ী ছেড়ে আত্মগোপনে রয়েছে।
মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আটককৃতরা হলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, নেত্রকোনা জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রায়হান ফারাস বাপ্পী, জেলা যুবদল নেতা আলম, সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়েদ হোসেন রনি, মদন পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আঙ্গুর, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ লিটন মিয়া, আটপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ইমরুল হোসেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া, খালিয়াজুরী উপজেলা ছাত্রদল নেতা মোঃ মাজহারুল ইসলাম পলিন।
এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি ২৩ নেতাকর্মী আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও নাশকতা ও জন জীবনে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।