
ময়মনসিংহ থেকে দেলোয়ার হোসেন : বাল্য বিবাহ, যৌন হয়রানি, ইভটিজিং ও সমাজের অবহেলিত শ্রেনীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ময়মনসিংহের ত্রিশালে ১৩৬ জন নারী শিক্ষার্থীকে নিয়ে বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধ ব্রিগেডের উদ্বোধন করা হয়েছে। এসময় ত্রিশালের ১৩টি প্রতিষ্ঠানের ১৩৬ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাই সাইকেল,আলাদা পোষাক ও ক্যাপ প্রদান করা হয়।
পরীক্ষামূলক ভাবে প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহের বালিপাড়া ইউনিয়নের ধলা স্কুল এন্ড কলেজে ১২ জন শিক্ষার্থীকে অক্টোবরের ৩১ তারিখে নিয়ে যাত্রা শুরু করে বাল্য বিয়ে প্রতিরোধ বিগ্রেড। বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডের পাইলট প্রকল্পের সফলতার পর মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১৩টি প্রতিষ্ঠানের ১৩৬ জন শিক্ষার্থী নিয়ে গঠিত হল উপজেলার বাল্য বিয়ে প্রতিরোধ বিগ্রেড। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা আইন প্রয়োগ করে বিয়ে বন্ধ করার সময় সামাজিকভাবে ঐ পরিবারের প্রতি নীতিবাচক একটি প্রভাব পরে তারপরও আমাদের আইনি পদক্ষেপ নিতে হয়। শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্রিগেড টিম সামাজিক এ নীতিবাচক প্রভাব থেকে ঐ পরিবারটিকে রক্ষা করতে কার্যকর ভুমিকা পালন করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেড উদ্ধোক্তা আবু জাফর রিপন বলেন, বর্তমান সরকার বাল্য বিয়ে প্রতিরোধ যে উদ্যোগ গ্রহন করেছে তা বাস্তবায়নের লক্ষে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ঘরে ঘরে বাল্য বিয়ে না দেয়ার ম্যাসেজ পৌছানোর জন্য স্কুল পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে টিম গঠন করেছি।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডের উদ্ভাবক আবু জাফর রিপনের সভাপতিত্বে এসিল্যান্ড এরসাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠান উদ্ধোধন করেন ময়মনসিংহ ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি শায়লা পারভীন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, লুৎফুন্নেছা বিউটি, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ জাকিউর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিল্লুর রহমান আনম, শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা তামান্না,৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আমিন, ময়মনসিংহ টেলিভিশন র্জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়,ত্রিশাল প্রেসক্লাবের সহ সভাপতি হোসাইন শাহীদ, ব্রিগেড টিম লিডার মাহবুবা আলম তৃপ্তি প্রমূখ।