ত্রিশালে জঙ্গীবাদ বিরোধী প্রতিবাদ মিছিল

ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে কৃষকলীগের আয়োজনে ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামানের নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রতিবাদ মিছিল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্মৃতিসৌধ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জলের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম পারভেজ প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।