
সিলেট প্রতিনিধি: জুয়ার আসরে অভিযান চালিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিন ইউপি সদস্য সহ শনিবার ২০ জুয়ারীকে পুলিশ গ্রেফতার করেছে।’উপজেলার বোগলা বাজারে সৌদি প্রবাসী জমির আলীর অফিস থেকে জুয়ারীর গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ জানা গেছে, উপজেলার বোগলাবাজারের সৌদি প্রবাসী জমির আলীর অফিসে জুয়ার আসরে শনিবার থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জামাদী সহ জুয়ার বোর্ড থেকে ২২ হাজার ১৩০ টাকা জব্দ করে।
গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন- উপজেলা বোগলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তোতা মিয়া, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম নান্টু ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী, দেলোয়ার হোসেন, আবুল হাসেম, ফয়জুল করিম, জামিল খান, উজ্জ্বল খান, ফজর আলী, খুরশিদ আলম, ইসমাইল, আমির হোসেন,আবুল হোসেন, রিপন মিয়া, শহীদ মিয়া, সুহেল মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল শহীদ বিল্লাল মিয়া।
দোয়ারাবাজার থানার ওসি শ্রী সুশীল রঞ্জন দাস বলেন, গ্রেফতারকৃত তিন ইউপি সদস্য ২০ জুয়ারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।