
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়কে আধুনিকায়ন করা হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।
রবিবার সকালে ময়মনসিংহে কমিউনিকেশন এন্ড সোসাল মোবালাইজেশন কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন ঝড়ে পরা শিশুদের বিষয়ে কাজ করছে সরকার। নিরক্ষর মুক্ত দেশ গড়তে শিক্ষার মানকে দিন দিন আধুনিক করার চেষ্টা করছে সরকার।
ময়মনসিংহ টাওন হল অডিটরিয়ামে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।