
স্টাফ রির্পোটপর : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে সোমবার ঠাকুরাকোনা ইউনিয়নে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানীর সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আরিফুল ইসলাম। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার ইউএনও মোছাঃ সাবিহা সুলতানা, ইথিওপিয়ার আমহারা ন্যাশনাল রিজিওন্যাল কাউন্সিলের স্পিকার ইয়ার্সো তামেরী এসকাজিয়া,স্বাবলম্বীর নির্বাহী পরিরচালক বেগম রোকেয়া, হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানীর প্রকল্প ব্যবস্থাপক বাবুল আজাদ, স্বাবলম্বীর কর্মসূচি পরিচালক স্বপন কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের মাঠ সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান। এ সময় সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব এবং সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেলায় ৯ জন সর্বাগ্রে শ্রেষ্ঠ করদাতাকে ক্রেস্ট প্রদান করা হয়।