দুর্গাপুরে ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল বিকেলে রাশিমনি স্মৃতি সৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা সভাপতি কেশব রঞ্জন সরকার। এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন দূর্গাপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, আ’লীগ নেতা, আব্দুল হক,শফিকুল ইসলাম শফিক,স্বপন হাজং,এমএ সোয়াদ,ইদ্রিস আলী ফকির,আব্দুল হান্নান সহ অন্যরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।